অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। ঢাকা – ময়মনসিংহ সড়কে বড়বাড়ি এলাকায় ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড ও এবিকো ইন্ডাস্ট্রির শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে রোববার বিক্ষোভ করেছে। এ সময় ঢাকা – ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিক নেতারা জানান- কারখানাটি ১৩ -১- ধারায় মালিক পক্ষ বন্ধ করে দেয়। এ কারাখানার শ্রমিকরা ৭ মাস ধরে বেতন পায় না। কারখানা বন্ধ ও শ্রমিকররা বেতন না পেয়ে মানবেতর জীবন যাবন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন গনমাধ্যম কে জানান- কারখানাটি ১৩- ১ ধারায় বন্ধ করা হয়েছে। বকেয়া বেতন ও কারখানা- খোলার দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করেছেন।
শ্রমিকরা জানান- কারখানা বন্ধ ও বেতন বকেয়া থাকায় শ্রমিকরা বাড়িভাড়া- দোকান বাকী পরিশোধ করতে পারছেন। শ্রমিকরা কারখানা খুলে দেবার দাবি জানান।