![](https://dainikajkerbangla.net/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরের টঙ্গীতে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম আসিফ হোসেন টুটুল (২১)। তিনি টঙ্গীর এরশাদ নগর ১নং ব্লকের এলাকার বাবুল হোসেনের ছেলে। টুটুল রাজধানীর উত্তরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, প্রায় আট মাস আগে টুটুল একই এলাকার জ্যোতি (১৭) নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পরে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্যজীবনে কলহ দেখা দেয়। এ কারণ গত কয়েকদিন আগে স্ত্রী জ্যোতি তার বাবার বাড়িতে চলে যায়। রোববার সন্ধ্যায় টঙ্গীতে স্বামীর বাড়িতে ফিরে আসে জ্যোতি। এ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে তারা দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচানো টুটুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান , এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।