মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
রাজধানীর সন্নিকটে গাজীপুরে প্রথম নারী জেলা প্রশাসক -ডিসি- হিসাবে নিয়োগ পেয়েছেন নাফিসা আরেফিন। তিনি কৃষি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসাবে দায়িত্বরত ছিলেন। সোমবার -৯ সেপ্টেম্বর- ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে গাজীপুরের ডিসি করা হয়েছে নাফিসা আরেফিনকে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়- নাফিসা আরেফিন বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা । ২০২২ সালের ৫ জানুয়ারি তাকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন নাফিসা আরেফিনের রাজনৈতিক দর্শন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন প্রকাশের পর ১৩ জানুয়ারি নাফিসা আরেফিনের ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। সেসময় তার স্থলে তৎকালীন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একান্ত সচিব -পিএস- খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দেওয়া হয়েছিল।
পরে তার নিয়োগ আদেশ বাতিল করে সরকার এবং তাকে উপ-সচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব পালন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণআন্দোলনের কারণে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্যত্যাগ করে দেশ ছাড়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নাফিসা আরেফিনকে গাজীপুর জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে।