স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম -পিইডিপি-৪- সাব কম্পোনেন্ট ২.৫- মেহেরপুরের আওতায় শিক্ষক সুপারভাইজারদের ৫ দিনব্যাপী বিষয় ভিত্তিক -৫ম শ্রেণী-ব্যাচ নং-৬- এর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার -২৩ ডিসেম্বর- দুপুর ২ টার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো- মেহেরপুর আয়োজিত ও মানব উন্নয়ন কেন্দ্র -মউক- বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাক্টর আবুল খায়ের, জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন।
এসময় অন্যান্যের মধ্যে মোশাররফ হোসেন- ও গোলাম আম্বিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪২ টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের ৪২ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার উপস্থিত ছিলেন।
এদের মধ্যে যিনারা উপস্থিত ছিলেন তিনারা হলেন- জাহিদ হাসান- চম্পা- চুমকি- শিরিন শারমিন- রুমা খাতুন- শামিমা খাতুন- রেক্সোনা খাতুন- সাহানাজ পারভীন- মুসলিমা খাতুন- শরিফা খাতুন- আবুল বাসার- শিমুল আহমেদ-রুসিয়া খাতুন-মেলিমা- ইসরাফিল- আলেয়া- রুপালি- বন্যা- রুনা লাইলা- মজিবুল- হিরা- মমতাজ- রাজিয়া- আয়েশা- শিয়া- ঝর্না- আরিশ- নিমা- রূপালী- ভলি- তন্নি- আমেনা- তহুরা- রেকছনা- সুখিরন-সেলিনা-পপি- মাজহারুল ও সাহেদা।