
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা, দাতা সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার -১৭ রমাদান- বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া মাদ্রাসাতুল মদিনা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসাতুল মদিনা, হিজলবাড়ীয়া আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক রিয়াজুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মনিরুল ইসলাম ও বাশিরুল আজিজ।
মাদ্রাসাতুল মদিনার সহকারী শিক্ষক হুসাইন মোহাম্মদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সাহারবাটী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুজজামান ও ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকসহ হিজলবাড়ীয়া, কুলবাড়ীয়া, হিন্দা, মাইলমারী, ধর্মচাকী, ভোমরদহসহ আশেপাশের গ্রামের ২ শতাধিক দাতা সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সিয়াম আলী।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা গোলাম আযম।
আলোচনা সভায় বদর দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে মাদ্রাসাতুল মদিনার উন্নয়নে দাতা সদস্য সংগ্রহ শুরু হয়, যিনারা গুরুত্বপূর্ণ পরামর্শ, আর্থিকভাবে সহযোগিতাসহ মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে কাজ করে আসছেন। সে থেকেই প্রতি বছরে এ দিবসে দাতা সদস্য সম্মেলন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবছরও সম্মেলনের আয়োজন। এ সম্মেলনে নতুন সদস্যও সংগ্রহ করা হচ্ছে। মাদ্রাসায় প্রায় ২’শ শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থী ও মাদ্রাসা উন্নয়নে এসব সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
দোয়া মোনাজাতে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা ও মাদ্রাসার শিক্ষার্থী ও মাদ্রাসা উন্নয়ন এবং সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।