আবু তাঈম সিজান
উপজেলা পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার বিছিন্ন দীপ-অঞ্চল চর কাজল চর বিশ্বাসে ৩১শে আগস্ট শনিবার ও ১লা সেপ্টেম্বর রবিবার সচেতন মূলক মাঠ মহড়া আয়োজন করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি -WFP- ও বাস্তবায়নে সুশীলন। এ অনুষ্ঠানে বন্যার সময়ে করনীয় কাজ সম্পর্কে অভিনয়ের মাধ্যমে চরাঞ্চলের সাধারন মানুষকে সচেতন করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত কুমার গাইন- উপজেলা সমন্বয়কারী- সুশীলন। মোঃ আরাফাত হোসেন- ফিল্ড ফ্যাসিলিটেটর, সুশীলন। আফরোজা পপি- ফিল্ড ফ্যাসিলিটেটর- সুশীলন। মনোজ মন্ডল- পরিচালক অদিতি- খুলনা। জনাব- মোঃ তোফাজ্জেল হোসেন বাবুল- চেয়ারম্যান- চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ। জনাব- মোঃ হাবিবুর রহমান মোল্লা- চেয়ারম্যান- চর কাজল ইউনিয়ন পরিষদ ও সকল ইউপি সদস্য। আরও উপস্থিত ছিলেন চর কাজল চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোশাররফ হোসেন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল টিম লিডার- রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ- শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সাধারন জনগণ।
সচেতন মূলক মাঠ মহড়া দেখতে আসা একজান বলেন এমন মহড়া আয়োজন করায় কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মাঠ মহড়ার মাধ্যমে বন্যার সময় করনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে করনীয় বিষয়গুলো তুলে ধরেছে। আমরা চাই প্রতি বছর এমন মাঠ মহড়ার আয়োজন করা হোক।