
নুর মোহাম্মদ,কক্সবাজার
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কক্সবাজারের রামুতে অমর একুশে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
২৬ এপ্রিল বিকেলে রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় খুনিয়াপালং কিংস ইলাভেন বনাম শ্রী-মুরা ক্রিকেট একাদশের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানের টার্গেট দেয় খুনিয়াপালং কিংস ইলাভেন। জবাবে টার্গেট তাড়া করতে নেমে ১২৪ রানে থামে শ্রী-মুরা ক্রিকেট একাদশ। এতে ১৯ রানে বিজয়ী হয় খুনিয়াপালং কিংস ইলাভেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলাম।
এছাড়া টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সমন্বয়ে ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ক্রীড়া সংস্থার সদস্য মিথুন বড়ুয়া বোথাম, সাঈদ হোসেন আকাশ ও সাজ্জাদ হোসেন। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেয়া হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, চাকমারকুল শ্রী-মুরা টিম সমন্বয়ক ক্রীড়াবিদ গিয়াস উদ্দিন কোম্পানি, খুনিয়াপালং ইউনিয়ন টিম সমন্বয়ক এসএম ফরিদ, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানসহ অনেকে।
ওমর ফারুক মাসুম ও আবদুল মতলবের সঞ্চালনায় খেলায় আম্পায়ার হিসেবে ছিলেন নজরুল ইসলাম ও আবির মোহাম্মদ রানা।