
সোহানুর রহমান বাপ্পি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে গাড়ি কেনার জন্য ধার দেওয়া তিন লাখ টাকা ফেরত চাইতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আয়েশা আক্তার নামের এক নারী। টাকা ফেরত না দিয়ে উল্টো ওই নারীকে হত্যার হুমকি দিয়েছেন অভিযুক্ত মো. লুৎফুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে প্রতিবেশী ভাড়াটিয়া লুৎফুর রহমান গাড়ি কেনার কথা বলে আয়েশার কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। টাকা নেওয়ার পর থেকেই লুৎফুরের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তিনি বিভিন্ন অজুহাতে টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন।
এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সালিসে লুৎফুর টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করেন এবং তিন লাখ টাকার একটি চেক প্রদান করেন। তবে পরে তিনি চুক্তি অস্বীকার করে আয়েশাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন।
ভুক্তভোগী আয়েশা আক্তার বলেন, “আমি বিশ্বাস করে তাকে টাকা ধার দিয়েছিলাম। কিন্তু সে টাকা ফেরত না দিয়ে উল্টো আমাকে খুন-জখমের হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সরকারের কাছে বিচার প্রার্থনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত লুৎফুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”