
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে
অনুষ্ঠিত হয়।
সোমবার ( ২৬ জানুয়ারি ) সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইন । সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত ডিসেম্বর -২০২৫ মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদন পেশ করা হয়।
কালিয়াকৈরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে সাম্প্রতিক সময়ে মাদক সেবন ও ক্রয়- বিক্রয় বৃদ্ধি পাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয় ।
আলোচনা সভায় আইনশৃঙ্খলা বিষয় সহ মাদক,অবৈধ অস্ত্র উদ্ধার, বাল্যবিবাহ ও ইভটিজিং, ভেজাল খাদ্য, মহাসড়ক যানজট ও অবৈধ অটো রিক্সা, ভেজাল খাদ্য, অবৈধ ক্লিনিক, কৃষি জমি ও নদীর পাড় মাটিকাটা, বনের জমি রক্ষা সহ এজেন্ডা ভিত্তিক আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর তানজিনা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা,
কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান প্রমুখ । সভায় উপজেলার জনপ্রতিনিধি , সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

























