ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষাণার্থী বাছায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার -২৭ জুন- উপজেলা যুব পরিষদ সভাকক্ষে এ যাচাই-বাছায় অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে যাচাই-বাছায় মৌখিক পরীক্ষা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান- উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দীক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান- সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী আবুল কালাম আজাদ।
উল্লেখ্য যে- যুব উন্নয়ন অধিদপ্তরধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ -টেকাব ২য় পর্যায়- শীর্ষক প্রল্পের আওতায় দুই মাস মেয়াদী “কম্পিউটার ও নেটওয়ার্কিং- বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ১৮-৩৫ বছর বয়সী কর্ম-প্রত্যাশী যুবদের কর্মসংস্থানের নিমিত্তে আবেদনপত্র গ্রহণ করা হয়। এতে ২৬৬ জন আবেদন করেন। যার মধ্যে ৪০ জন যুবদের বাছায় করা হয়।