
তৌহিদ বেলাল, কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের দংশনে মুহাম্মদ রুবেল নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত রুবেল -৩৩- তিন সন্তানের জনক।
সোমবার -১৭ মার্চ- রাত একটার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম সোনাইছড়ি কইড়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মুহাম্মদ রুবেল ওই এলাকার নুরুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য রোকন উদ্দিন বলেন, রাত দেড়টার দিকে নুরুল আলম বাড়ীর সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন, এসময় বিষাক্ত সাপ তার পায়ে দংশন করে। পরিবারের লোকজন তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শাহাজানা বেগম বলেন, ‘বিষধর সাপের দংশনের পর আমার স্বামীকে পেকুয়া হাসপাতালে নিলে ডাক্তাররা বলেন ইনজেকশন নেই। যদি পেকুয়াতে চিকিৎসা পেতেন আমার স্বামীকে বেঁচে যেতো’।
তিনি জানান, আমার স্বামী রুবেল সৌদি আরব প্রবাসী। এক বছর আগে প্রবাস থেকে দেশে আসেন তিনি। পূনরায় প্রবাসে যেতে প্রস্তুতি শেষ করা হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সাপে কাটা একজন রোগীক চিকিৎসার জন্য আনা হয়েছিলো। রোগীকে পরিবারের সদস্যরা গ্রাম্য ওঝার কাছে নিয়ে গিয়ে হাসপাতালে আনতে বেশ সময় নেন। এতে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউ সাপোর্ট জরুরি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি বলেন, সাপে কাটা রোগীকে বিষাক্ত সাপে দংশনের পর নির্ধারিত সময়ে এন্টিভেনম প্রয়োগ করতে হয়। পেকুয়া হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝা বৈদ্যের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।