
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
অদ্য (০৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) বৃহস্পতিবার কক্সবাজার সদর থানাধীন উত্তরন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জেলা পুলিশ কক্সবাজারের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই প্রার্থীদের কাগজপত্র যাচাই ও ফেস ডিটেকশন ক্যামেরায় মিলিয়ে দেখার সময় এক প্রার্থীর ছবি ও তথ্যের অমিল ধরা পড়ে।
এসময় ভুয়া পরীক্ষার্থী মুহিদ আল কাদের (২০), পিতা-শাহ ইউনুস, মাতা-জান্নাতুল নাঈম, সাং-গৌজঘোনা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার কে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছিল। ফেস ডিটেকশন ক্যামেরায় মুখাবয়ব না মেলায় তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে সে প্রক্সি পরীক্ষার্থী হওয়ার বিষয়টি স্বীকার করে।
ঘটনার পর আটককৃত ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।