
কক্সবাজার অফিস:
কক্সবাজারের ঈদগাঁও’র মেয়ে ডাঃ সাবিনা ইয়াছমিন এখন দেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন। ডাঃ সাবিনা ইয়াছমিন এমবিবিএস পাশ করেছেন ২০২১ সালে। এরপর প্রথমবারের প্রচেষ্ঠাতেই চক্ষু বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে চান্সপ্রাপ্ত হন।
জানা যায়, ডা. সাবিনা ইয়াসমিন সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে প্রথবারের প্রচেষ্ঠাতেই চক্ষু বিশেষজ্ঞ হিসেবে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে চট্টগ্রাম নগরীর পাহাড়তলি চক্ষু হাসপাতালে কর্মরত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. সাবিনা ইয়াসমিনের বড় ভাই ডা. খালেদ মাহমুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। #