দৈনিক আজকের বাংলা ডেস্ক :
২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই অঙ্কটি স্থানীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার, অর্থাৎ ১১১৯ কোটি টাকার বেশি। গত বছরের এপ্রিলের তুলনায় এবার ৭০ কোটি ডলার বেশি এসেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে প্রবাসী আয় ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।
ঈদ উপলক্ষে মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। এপ্রিলেও এই ধারা অব্যাহত থাকায় রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী আয় হয়েছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৪২ কোটি ডলার বেশি। শতাংশের হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৮.৩০ শতাংশে।
বিশ্লেষকদের মতে, সরকারের প্রণোদনা, হুন্ডি নিয়ন্ত্রণ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।