
সাইফুল ইসলাম ,
এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের মেধা-মননে-শৃঙ্খলায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে বলেছেন সানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এর চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিন।
তিনি আজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটি এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানের সভাপতিত্বকালে এ কথা বলেন।
তিনি কৃতি ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে আরো বলেন জীবনের সবচেয়ে মূল্যবান পরীক্ষায় তোমরা আজ উত্তীর্ণ হয়ে এখানে এসেছো।
উন্নত জীবনের পথ পাড়ি দেয়ার প্রথম ধাপে এসে তোমাদেরকে পৃথিবী বিজয়ের সিদ্ধান্ত নিতে হবে।
যদি পৃথিবী বিজয়ের সিদ্ধান্ত নাও তবে তুমি দেশকে নেতৃত্ব দিতে পারবে তোমার কর্মে, তোমার মেধার, তোমার আচরণের বিশ্লেষণে দেশ হবে উন্নত। এবং সেটাই তোমাদের আগামীর লক্ষ্য হওয়া উচিত।
তোমাকে হতে হবে আগামীদিনের মানবতার ফেরিওয়ালা, সমাজের কান্ডারী,
তাই কবির কন্ঠে বলবো,
এসো হে তরুন বসে থাকার সময় নেই,
বিশ্ব হাতছানি দিয়ে ডাকছে তোমায়।
মেধা, মননে, শৃঙ্খলা তুমিই হবে এই বাংলাদেশ।
শনিবার সকালে ড্রিম কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
তারুণ্যের আলো সমাজকণ্যান সোসাইটির সভাপতি মশিউর রহমান ফাহাদ এর সঞ্চালনায়,
বক্তব্য রাখেন,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী সার্জন (মেডিসিন) ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ জাবেদ হোসেন।
১নং আমানউল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন।
নোয়াখালী স্টুডেন্ট ওয়াল ফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
কেএম বহুমুখী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন। তারুণ্যের আলো সমাজকণ্যান সোসাইটি সেক্রেটারি কাউছার আহমেদ।
সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা সুজন সহ শিক্ষার্থীদের অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।