
কক্সবাজার অফিস ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উখিয়ার পালং গার্ডেন হলরুমে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহাম্মদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এসময় কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী ও জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।
রুকন সম্মেলনে প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো সক্রিয় ও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।