নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
সবাই মিলে গড়ব দেশ সম্প্রীতির বাংলাদেশ এই প্রতিপাদ্যে উখিয়া উপজেলার পালংখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের উদ্যোগে বুধবার ৬ নভেম্বর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পালংখালী ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। পালংখালী উচ্চ বিদ্যালয় ও ফারিরবিল মিনহাজুল কুরআন ওয়াসসুন্নাহ দাখিল মাদ্রাসা।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীগণ সামাজিক সংহতি ও তার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন। কিভাবে আমরা সমাজে সকল বিভেদ ভুলে গিয়ে জাতি- ধর্ম- বর্ণ- নির্বিশেষে একত্রে সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বসবাস করতে পারি- এই বিতর্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফুটিয়ে তুলেছেন তাদের যুক্তি ও তর্কের মাধ্যমে।
তিনি আরো বলেন উপজেলা শিক্ষা অফিস থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ডিএসকে কর্তৃপক্ষকে তাদের মহৎ কাজগুলো অব্যাহত রাখার অনুরোধ জানান। এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করে যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে। তিনি ডিএসকের কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন।
ইউথ অর্গানাইজার রাশেদুল হক সরকার’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত হাজং। টেকনিক্যাল ম্যানেজার -সোস্যাল কোহিশন এন্ড ইয়ুথ ওয়ার্ক- মো: শফিকুল ইসলাম সামাজিক সম্প্রীতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উপস্থিত ছিলেন টেকনিক্যাল ম্যানেজার নাসিমা শাহীন- সিনিয়র সাইকোলজিস্ট মোঃ শোয়েব হোসেন ও ইয়ুথ মবিলাইজার আবুল কালাম।
বিতর্ক প্রতিযোগিতায় পালংখালী উচ্চ বিদ্যালয় ও মিনহাজুল কুরআন মাদ্রাসার শিক্ষক- আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। “সামাজিক সম্প্রীতি সমাজে শান্তি ফিরিয়ে আনে “বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক প্যানেলের রায়ে বিজয়ী হয় পালংখালী উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ ফারিরবিল মিনহাজুল কুরআন ওয়াসসুন্নাহ দাখিল মাদ্রাসা।
সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত হাজং ডিএসকের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিতর্ক অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।