আলী হোসেন রুবেল
ভোলা।।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদই কেবল ধনী,গরীর,পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোদ ও সৌহার্দপূর্ণ মূলক ভালোবাসার এক মেলবন্ধনের তৈরি করে। পাশাপাশি ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে ধর্মপ্রাণ মুসলমানদের।
সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে গড়ে উঠুক সুসংহত-বন্ধন। ঈদুল ফিতরের এ আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবান সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের কর্তব্য পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার পাশাপাশি ধনী গরীবের মধ্যে অন্তত ঈদুল ফিতরের এ দিনে কোন বৈষম্য না রেখে ধনী, গরীবের প্রতি আদর আর ভালোবাসা গড়ে উঠুক এক অবিচ্ছেদ্য মেলবন্ধন।
পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক গোটা মুসলিম জাহানের পাশাপাশি আমার পক্ষিয়া ইউনিয়নের সর্বসাধারণের মধ্যে। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের এ আনন্দ ভাগাভাগি করে নিই। এই প্রত্যয় নিয়ে সকলকে আবারও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। “ঈদ মোবারক