
মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাদ্দাম হোসেন রাজিব -৪১- নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার -১৭ এপ্রিল- দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত সাদ্দাম হোসেন রাজিব -৪১- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় বসবাস করতো বলে জানা যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নবাব আলী। তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টক লটের ব্যবসা করেন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ব্যবসায়ী নবাব আলীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী নবাব আলী বলেন, ‘দুপুরে আমি মোটরসাইকেল যোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক হাতের ইশারা দিয়ে আমাকে থামতে বলেন। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাঁড়িয়ে মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। রাস্তায় কাঁদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ি থেকে কয়েকজন নেমে আমাকে বলে, আমার নিকট অস্ত্র আছে। তারপর আমাকে জোর করে গাড়িতে উঠানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতা একজনকে আটক করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক -এসআই- জসিম উদ্দিন বলেন, ‘আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এক ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টাকালে একজন আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।