
বিজয় চৌধুরী, ঢাকা:
ঢাকা-১১ আসনের অন্তর্গত আফতাবনগর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নিজের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে নাহিদ ইসলাম বলেন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সম্ভাব্য কাঠামোগত সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথোপকথনে নাহিদ ইসলামের উন্নয়ন ভাবনা ও এলাকার সমস্যার সমাধানে দেওয়া প্রতিশ্রুতিতে অনেকে আশাবাদ ব্যক্ত করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, যা পুরো নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে একটি গ্রহণযোগ্য ও ন্যায্য নির্বাচন সম্ভব নয়।
এর আগেও বিভিন্ন সভা-সমাবেশে তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দল সারাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
গণসংযোগে অংশ নেওয়া কয়েকজন সমর্থক জানান, তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক ধারার কারণে নাহিদ ইসলামের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। তবে একই সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও জনমতের ভিন্নতা এখনও স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১১ হওয়ায় এখানে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐক্যবদ্ধ প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

























