
চঞ্চল,
লালমনিরহাটের আদিতমারী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও চিনিসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ১৫ বিজিবি। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার বিকেলে দিঘলটারী বিওপির মাছানকুরা এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি জিরা ও ১৫৫ কেজি চিনি উদ্ধার করা হয়। বিজিবির ধাওয়ায় চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭৮ হাজার ৮৯০ টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চোরাচালান ও মাদক রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

























