কামাল উদ্দিন টগর।।
নওগাঁর আত্রাইয়ে সহজ শর্তে কৃষি লোন প্রদানের লক্ষে কৃষি মেলা2023 এর উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। কৃষিখাতে অগ্রগতি আরও প্রসারিত করার লক্ষে আত্রাই উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। এ মেলায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,রাকাব আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ শাহীন আলম,অগ্রনী ব্যাংক লিমিটেড আহসানগঞ্জ শাখা ব্যবস্থাপক হায়াত মাহমুদ, সোনালী ব্যাংক লিমিটেড ভবানীপুর শাখা ব্যবস্থাপক নুর নবী,জনতা ব্যাংক লিমিটেড আত্রাই শাখা রেজাউল করিম, জনতা ব্যাংক লিমিটেড বান্দাইখাড়া শাখা ব্যাবস্থাপক সাখাওয়াত হোসেন প্রমূখ। জানাগেছে, উপজেলার কৃষি ব্যাংক, জনতা, অগ্রনী, সোনালী ব্যাংক,পল্লী সঞ্চয় ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে বাহান্ন জন লোন গ্রহনকারীদের মধ্যে মোট সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন।
সিং-উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
ভস্পপপঃ- উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,
ভস্পপপঃ- অগ্রনী ব্যাংক লিমিটেড আহসানগঞ্জ শাখা ব্যবস্থাপক হায়াত মাহমুদ।
ভস্পপপঃ- জনতা ব্যাংক লিমিটেড আত্রাই শাখা রেজাউল করিম।