
পাবনা প্রতিনিধি ,
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়নের আহ্বান পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়ন” স্লোাগানকে সামনে রেখে শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প সমন্বয়কারী রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয় উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাকি বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী রামকৃষ্ণ পাল, সাব- রেজিস্ট্রার জান্নাতুল ফিজা দিশা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের অধিকার সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নারী নির্যাতন রোধে প্রশাসন, সমাজ ও পরিবারের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।