
সিলেট প্রতিনিধি
গ্রেফতারকৃতরা হলেনঃ১। সাদমান কবির (২৯),পিতা: আব্দুল হক,মাতা: সেলী বেগম,সাং -৮৮ ব্লক ডি কাজল শাহ থানা:কোতোয়ালি সিলেট, সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ।
২। আব্দুর রব হাজারী (৬২), পিতা: মৃত: ইছল মিয়া, মাতা: মৃত: নুরবানু বেগম, সাং-৮৮ ব্লক ডি কাজল শাহ , সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
৩। মিনহাজ ইসলাম সৌরভ (২৬), পিতা মৃত: আব্দুল মুকিত, মাতা: রোজি বেগম , ৭৬ নং বাসা ১৪ নং ওয়ার্ড ছড়ার পার , সহ-সভাপতি ছাত্রলীগ ১৪ নং ওয়ার্ড।
৪। ফজলুর রহমান রনি (৩৭), পিতা- মৃত মুহিবুর রহমান, সাং- রায়নগর, থানা- কোতোয়ালী জেলা – সিলেট, সহঃ সম্পাদক ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ।
৫। নাজিম উদ্দিন সবুজ (২৫), পিতা-বামোদ পীর, সাং- পিরের গাও , থানা- এয়ারপোর্ট জেলা- সিলেট।
৬।হাসেম খান, পিতাঃ মিয়াধন খান, বাসা নং -১৪১ পশ্চিম পীর মহল্লা, থানাঃ এয়ারপোর্ট, সিলেট, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ৭ নং ওয়ার্ড।
৭।আনোয়ার হোসেন আফরোজ (৬০), পিতাঃ মৃত-মুক্তার আলী, সাং-কুড়িগ্রাম ইউপি-কামালবাজার, থানাঃ দক্ষিণ সুরমা, সিলেট, ৪ং ওয়ার্ড আওয়ামিলীগ এর সেক্রেটারি।
৮। ইয়ামিন আহমদ (২৪), পিতাঃ মৃত-আয়ান উদ্দিন, সাংঃ জাহানপুর, মেজরটিলা, থানাঃ শাহপরাণ (রহঃ), জেলাঃসিলেট, রাজনৈতিক পদবীঃছাত্রলীগের সক্রিয় সদস্য ৩৫ নং ওয়ার্ড।
৯। জাহেদ আহম্মদ (৪২), পিতাঃ মো:-লিলু মিয়া, সাং-বড়ইকান্দি ১নং রোড, থানাঃ দক্ষিণ সুরমা, সাবেক উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি সিলেট‘দের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।