তিতাস-কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল রবিবার বিকেলে ছিনাইয়া নতুন রাস্তা সংলগ্ন কুয়েত প্রবাসী মার্কেট ও মোটরসাইকেল গ্যারেজের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. নুরুজ্জামান মিন্টু মিয়া।মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য ও মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.কবির হোসেন মেম্বারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. হাসান আলী -হাসু- ইউপি সদস্য মুন্সী মো. শাহ আলীসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।