তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় কুমিল্লার হোমনায় আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার ঘারমোড়া বাজারে অবস্থিত মোস্তফা কামালের কাঠের স-মিলে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী ওই ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল।
ভূক্তভোগী বলেন,রবিবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান চেয়ারম্যান ও তার ভাই বাবু, চাচাতো ভাই মাসুদ-এর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আমার কাঠের স-মিলে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট করে।এসময় স-মিলের পাশে গরুর ফার্মে ভাংচুর করে টিন গুলো খুলে লুট করে নিয়ে যায়। এতে নগত ৫-৭ হাজার টাকা নেওয়াসহ প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। হামলার সময় মোস্তফা কামাল নিজেকে রক্ষার্থে আতংকিত হয়ে স-মিলের পাশের একটি বাড়িতে অবস্থান নেয়।এঘটনায় থানায় অভিযোগ করেছেন কি’না জানতে চাইলে তিনি জানান,এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেইনি,তবে থানায় আমি ফোন করে জানিয়েছি,এবং আমার এক ছোট ভাইকে পাঠিয়ছি। কিন্তু প্রশাসনের কোনো সহযোগীতা পাইনি।
এবিষয়ে বিএনপি নেতা ও ঘারমোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পাটি সেন্টিম্যান,এগুলো তার মুখের কথা। আপনারা আসেন তারপর সব বুঝবেন সে কেমন ত্রাস করে। এই বলে তিনি ফোনটি কেটে দেন।
এs ঘটনায় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- জয়নাল আবেদীন কে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেননি।