কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ১০৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ- হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত- ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন- হাকিমপুর থানার ওসি -তদন্ত- জাহাঙ্গীর আলম- হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব- বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলামসহ আরো অনেকে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন- উপজেলার ১ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ- ১০ কেজি ডিওপি- ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে এছাড়াও ৩০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ- ২০ কেজি ডিওপি ও ২০ কেজি এমওপি সার দেওয়া হয়।