হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচারে বন্যার পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া গণ উন্নয়ন কেন্দ্র -এটক- বাস্তবায়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মহসিন সরদার টিপু- গণ উন্নয়ন কেন্দ্র -এটক- কো অডিনেটর সুবীর কুমার সাহা- গণউন্নয়ন কেন্দ্র -এটক- বন্যা সহনশীল প্রকল্প প্রজেক্ট ম্যানেজার সফিকুল ইসলাম- প্রজেক্ট অফিসার ডলি সুলতানা- কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মন্জু মিয়া- উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা প্রমূখ।
এর পূবে বন্যার পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া পরিচালনা করেন হাতিবান্ধা গণউন্নয়ন কেন্দ্র -এটক- প্রজেক্ট অফিসার রবিউল হাসান। এই মহড়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাদানকারি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।