শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সোমবার -২৫ নভেম্বর- সকাল ১০টায় উপজেলার চরমানাইড় ইউনিয়ন ও দুপুরে আকোটেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তাঁরা
এ সময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা- ফরিদপুর পশ্চিম অঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ- ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন- সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন- সদরপুর উপজেলা প্রকৌশলী আঃ মমিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোঃ মোতালেব হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা আজকে সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর ভাঙ্গন কবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। নদীর ভাঙ্গনের ফলে এই অঞ্চলে প্রতি বছর ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। পানি সম্পদ মন্ত্রণালয়কে অতি দ্রত এসব এলাকায় ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। আশা করছি দ্রতই ভাঙ্গন রোধে তারা ব্যবস্থা গ্রহণ করবে।