মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জেলা জামায়তের শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ নুর নবী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ জাতিকে পঙ্গু বানানোর এক উদ্ভট শিক্ষা চালু করেছিলো। দেশের শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচারের মাধ্যমে দেশকে পঙ্গু করেছিলো। দেশের সৎ যোগ্য দেশ প্রেমিকদেরকে গুম- খুন- হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্ব শূন্য করেছে। বৈষম্য বিরোধী ছাত্র- জনতার প্রতিরোধে তারা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে সরকার পরিচালনায় অনেকের পরীক্ষা শেষ- এখন দেশের মুক্তিকামী মানুষের আশা আকাংখার প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি বলেন- একটি মহল সারা দেশে আবার চাঁদাবাজি লুটতরাজে উঠেপড়ে লেগেছে। শুধু তাই নয় এরা আবার ফ্যাসিস্টদেরকে পূনর্বাসনে নানা কৌশলে লিপ্ত। তাদের জেনে রাখা উচিৎ শুধু ফ্যাসিস্ট নয়- ওদের পূনর্বাসনে জড়িতদেরও জাতি প্রতিহত করবে।
জুমাবার -১০ডিসেম্বর- সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা জামাল হোসেন।
হাটহাজারী নিজস্ব কার্যালয়ে উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে শুরা অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী,এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দীন চৌধুরী ও মিজানুর রহমানসহ উপজেলা শুরা সদস্যবৃন্দ।