Dhaka , Thursday, 10 July 2025
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে বেড়েছে পানি, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ সুন্দরগঞ্জে ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঝালকাঠিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করলেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ঝলক  কথাসাহত্যিক তুলতুলের মুক্তিযোদ্ধা বাবা আর নেই তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার টেকনাফে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে ‘নাফ বৃহত্তর কওমি ছাত্র সংগঠন’-এর শুকনো খাবার বিতরণ ঢাকার জুরাইনে ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগজিন- সহ ০৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার নোয়াখালীতে জলাবদ্ধতার বক্সপপ এফটিপিতে ৯ জুলাই তারিখে দেওয়া আছে। মহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাটে তীব্র নদী ভাঙনে আতঙ্কে ফেরিঘাটের বাসিন্দারা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি’র পরিচালক হলেন কবি পরাগ রিছিল  চন্দনাইশের দোহাজারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাবনায় মোবাইলে মেয়ের সঙ্গে কথা বলায় বিএনপির দু’গ্রুপের গুলিবর্ষণ, আহত ১৫ ঢাকার ক্লুলেস খোকন হত্যাকাণ্ড: দুই বছর পর গাইবান্ধায় ধরা পড়ল আসামি মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-ধর্ম উপদেষ্টা মোদি সরকারের নীতির প্রতিবাদে ভারত বন্‌ধ ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ৩৫ গ্রাম প্লাবিত, ২০ হাজার মানুষ পানিবন্দী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পর্যালোচনা কমিটির মেয়াদ বাড়ল মেহেরপুরে জুলাই পদযাত্রায় এনসিপি নেতৃবৃন্দ বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল ছেলে কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি  প্রদান পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ আটক-৩ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না!   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা র‍্যাব-১৩ এর অভিযানে হাতীবান্ধার মাদক ব্যবসায়ী মক্কু গ্রেপ্তার সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধিজনদের মিলনমেলা দাবি মোদের একটাই আনোয়ার ভাইকে প্রার্থী চাই” পাবনা-৩ এ কোন প্রার্থীর মনোনয়নই চূড়ান্ত হয়নি: সাবেক এমপি আনোয়ার 

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:40 pm, Thursday, 10 April 2025
  • 66 বার পড়া হয়েছে

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- মেয়র ডা. শাহাদাত

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

  
শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন -চসিক- বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখার পাশাপাশি নগরীর শিক্ষাখাতকে ঢেলে সাজাতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

১০ এপ্রিল বৃহস্পতিবার ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডস্থ এয়ারপোর্ট রোড সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোড এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ঘাটি অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এয়ার কমোডর মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন জালাল উদ্দিন, সালেহ আহমেদ খান, এ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লীডার আব্দুল মুমিত, প্রকৌশলী মোহাম্মদ আলী। ৯ কোটি ৯৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বোট ক্লাব থেকে গুপ্ত খাল পর্যন্ত সড়ক নির্মাণ করছে চসিক। এরই আওতায় ৭০০ ফুট দৈর্ঘে্যর আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোডের সম্মুখে।

এছাড়া নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র। বিদ্যালয়ের সভাপতি এ আর এম শামীম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ,দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ওমর আলী ফয়সল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হায়দার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাশার।

এসময় মেয়র বলেন, বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মেয়র হিসেবে আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এটি শুধুমাত্র ভোটের বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

মেয়র শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, অভিভাবকের পরে যারা ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সময় দেয় তারা হচ্ছে শিক্ষক-শিক্ষিকা। কাজেই শিক্ষক-শিক্ষিকা যদি ছাত্র-ছাত্রীদেরকে সবসময় মনিটরিং করে নীতিবাক্য শুনায় তাহলে দেশকে একটা ভালো জায়গায় আনতে পারব আমরা। শিক্ষার্থীরা ঠিকমত ব্রেকফাস্ট খেয়েছে কিনা এটাও মনিটরিং করতে পারে। অনেক শিক্ষার্থী সকালে ১০ টায় আসে সাড়ে ৪ টা পর্যন্ত স্কুলে থাকে। এই দীর্ঘ সময় তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রয়োজন। এজন্য মিড-ডে মিল চালু করা অত্যন্ত জরুরি। ছাত্র-ছাত্রীদেরকে যদি ব্রেইন ডেভলপমেন্ট করতে হয়, ব্রেইন ওয়ার্ক করাতে হয় এগুলির কোন বিকল্প নেই।

মেয়র আরো বলেন,”বর্তমান নগরবাসীর যাতায়াতের সুবিধা, উন্নত নাগরিক সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে নগরের গুরুত্বপূর্ণ সড়কসমূহের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। বিএএফ শাহীন কলেজ রোডের উন্নয়ন কাজ সেই ধারাবাহিকতারই অংশ। এই সড়কটি বিমানবন্দর, পতেঙ্গা, টানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করে, তাই এটি শুধু একটি সড়ক নয়—এটি নগরের প্রবেশদ্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি, এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসী ও আগত যাত্রীদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং নগরের পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হবে। উন্নয়নের এই অগ্রযাত্রায় নাগরিকদের সহযোগিতা আমাদের প্রেরণা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

নোয়াখালীতে বেড়েছে পানি, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ

শিক্ষা খাতে চসিকের বিনিয়োগ অব্যাহত থাকবে- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:36:40 pm, Thursday, 10 April 2025

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

  
শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন -চসিক- বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখার পাশাপাশি নগরীর শিক্ষাখাতকে ঢেলে সাজাতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

১০ এপ্রিল বৃহস্পতিবার ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডস্থ এয়ারপোর্ট রোড সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোড এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ঘাটি অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এয়ার কমোডর মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন জালাল উদ্দিন, সালেহ আহমেদ খান, এ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লীডার আব্দুল মুমিত, প্রকৌশলী মোহাম্মদ আলী। ৯ কোটি ৯৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বোট ক্লাব থেকে গুপ্ত খাল পর্যন্ত সড়ক নির্মাণ করছে চসিক। এরই আওতায় ৭০০ ফুট দৈর্ঘে্যর আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোডের সম্মুখে।

এছাড়া নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র। বিদ্যালয়ের সভাপতি এ আর এম শামীম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ,দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ওমর আলী ফয়সল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হায়দার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাশার।

এসময় মেয়র বলেন, বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মেয়র হিসেবে আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এটি শুধুমাত্র ভোটের বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

মেয়র শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, অভিভাবকের পরে যারা ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সময় দেয় তারা হচ্ছে শিক্ষক-শিক্ষিকা। কাজেই শিক্ষক-শিক্ষিকা যদি ছাত্র-ছাত্রীদেরকে সবসময় মনিটরিং করে নীতিবাক্য শুনায় তাহলে দেশকে একটা ভালো জায়গায় আনতে পারব আমরা। শিক্ষার্থীরা ঠিকমত ব্রেকফাস্ট খেয়েছে কিনা এটাও মনিটরিং করতে পারে। অনেক শিক্ষার্থী সকালে ১০ টায় আসে সাড়ে ৪ টা পর্যন্ত স্কুলে থাকে। এই দীর্ঘ সময় তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা প্রয়োজন। এজন্য মিড-ডে মিল চালু করা অত্যন্ত জরুরি। ছাত্র-ছাত্রীদেরকে যদি ব্রেইন ডেভলপমেন্ট করতে হয়, ব্রেইন ওয়ার্ক করাতে হয় এগুলির কোন বিকল্প নেই।

মেয়র আরো বলেন,”বর্তমান নগরবাসীর যাতায়াতের সুবিধা, উন্নত নাগরিক সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে নগরের গুরুত্বপূর্ণ সড়কসমূহের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। বিএএফ শাহীন কলেজ রোডের উন্নয়ন কাজ সেই ধারাবাহিকতারই অংশ। এই সড়কটি বিমানবন্দর, পতেঙ্গা, টানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করে, তাই এটি শুধু একটি সড়ক নয়—এটি নগরের প্রবেশদ্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি, এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসী ও আগত যাত্রীদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং নগরের পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হবে। উন্নয়নের এই অগ্রযাত্রায় নাগরিকদের সহযোগিতা আমাদের প্রেরণা।