অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টা।।
বুধবার ৯ অক্টোবর শারদীয়া দুর্গা পূজার ষষ্ঠী। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন – দুর্গা মা মর্তে আসার আনন্দে হিন্দুরা দুর্গা পূজা আড়ম্বরপূর্ণ ভাবে পালন করে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের শুরু। এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় এবং দেবী দুর্গা বিদায় নিবেন ঘোড়ায়। ঢাকের শব্দ, কাঁসর ঘন্টা, শাঁখের ধ্বনিতে পুজা মন্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে।
বুধবার ষষ্ঠী ম ৮-১-১৪ পর্যন্ত পরে সপ্তমী পূর্বাহ্নে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠী বিহিত পূজা ও সায়ং কালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
সরকারি হিসাব মতে- সারা দেশে এ বছর ৩২ হাজার ৬ শত ৬৬ টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বছর শারদীয়া দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।
সম্প্রদায়িক সম্প্রীতি- ধর্মীয় ভাবগাম্ভীর্য- উৎসবমুখর- সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অর্ন্তবর্তীকালীন সরকার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দুর্গাপূজার শুরু থেকে পূজা শেষ না হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকবে। পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।
সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি পূজা মন্ডপের নিরাপত্তায় টহল দিবেন। নারী- পুরুষ যাতে সুশৃঙ্খলভাবে পূজা মন্ডপে যাতায়াত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে।
শারদীয় দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পূজা চলাকালীন শুধুমাত্র আযান ও নামাজের সময় উচ্চ স্বরে বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে।দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবেন।
বিশ্বের অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় হোক।