আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে সেনাবাহিনী- উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার -১৩ অগাস্ট ২০২৪- উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মো. মেহেদী হাসানের সভাপতিত্ব সভায় ছাত্রদের পক্ষে ১১ দফা দাবি তুলে ধরেন ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।
এ সময় বক্তব্য রাখেন, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর কমান্ডার মো. মাহমুদ হাসান- সহকারী কমিশনার -ভূমি- শিমুল আক্তার- লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- নাছিম আহম্মেদ- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা -ইউএইচএফপিও- ডা. এ কে এম সাহাব উদ্দিন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা- সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি- মোজাম্মেল হক- শাহ আলম সেলিম- আব্দুল মোত্তালেব রায়হান- আবু তালেব- শিক্ষার্থী মো. আব্দুলাহ -ইসলামী বিশ্ববিদ্যালয়- ও সাদ্দাম হোসেন -ঈশ্বরদী সরকারী কলেজ-।
এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ শিক্ষার্থী হাসান আলী -রাজশাহী বিশ্ববিদ্যালয়- খাইরুজ্জামান টুটুল -ঈশ্বরদী সরকারী কলেজ- শামস্ মোহাম্মাদ তাবরীজ -লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড কলেজ- খালেদ মামুন আকাশ -নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ- মো. ছাব্বির হাসান ইমন -রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ- মো. রেজওয়ানুর রহমান -রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটি- মো. লোহান রিয়াসাদ রিদু -ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- প্রমুখ।