মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়নগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই করার সময় ৭ মহিলাকে আটক করে দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টানমুশুরী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে- কাঞ্চন ব্রীজ বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে মোক্তার এর (৩১) অটোরিকশায় ওঠে বাচ্চা সহ ৭ মহিলা। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর টানমুশুরী এলাকায় পৌঁছালে অচেতন করার জন্য স্পে করে, পরে অটো চালক মোক্তার অটোরিকশা চালক বুঝতে পেরে চোর বলে চিৎকার দিলে ৭ মহিলাকে স্থানীয়রা ধরে ফেলেন। অটোচালক মোক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে ছিনতাইকারী চক্রের ৭জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
এ সময় উৎসুক জনতা অভিযোগ করে বলেন- গত কয়েকদিন যাবৎ দিন-দুপুরে এভাবেই কৌশলে কোথাও যাওয়ার কথা বলে দলবেঁধে অটো চালকদের সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় স্পে মেরে- অস্রের ভয় দেখিয়ে অটো নিয়ে যায়। এরকম ফাঁদে পড়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি খুঁইয়ে নি:স্ব হয়েছেন।
পরে রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেন
ঘটনাটি শুনেছি তবে সুস্থ তদন্ত মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসবো ।