
নুর মোহাম্মদ, কক্সবাজার,
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে রামু উপজেলা মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ জুন উপজেলা বিএনপির কার্যালয়ে রামু উপজেলা মহিলা দলের আহবায়ক রাবেয়া বসরী রাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।
রামু উপজেলা মহিলা দলের সদস্য সচিব নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় মহিলা দলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।