মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের ইউপি মেম্বার ও ইউনিয়ন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মো: ইয়াসিন আরাফাত ওয়াসিম সহ তার ৫ সহযোগী বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার মামলা হয়েছে।
মামলার বাদী উপজেলার ভাটরা ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো: আরমান হোসেন চৌধুরী গত ২রা জুন রোববার লক্ষ্মীপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে বাদী হয়ে কান্দিরপাড় গ্রামের লাতু মিয়ার ছেলে ও ইউপি মেম্বার মো: ইয়াসিন আরাফাত ওয়াসিম সহ তার ৫ সহযোগী বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন।
বাদী মো: আরমান হোসেন চৌধুরী জানান মেম্বার ইয়াসিন আরাফাত ওয়াসিম একজন চিহৃিত চাঁদাবাজ- কিশোর গ্যাং নেতৃত্ব দানকারী। এজাহার ভুক্ত আসামীরা প্রথম ঘটনায় গত ১৬ই মে বৃহস্পতিবার রাতে আমার বাগানের প্রায় দেড় লাখ টাকার গাছ কেটে নিয়েছেন। রাতের অন্ধকারে কৃষিজমিতে ভেকু বসিয়ে ট্রলি ও পিকাপ দিয়ে প্রায় ১লাখ টাকার মাটি কেটে নিয়ে গেছে ।
এমন ঘটনা শুনে আমি ঢাকা থেকে বাড়িতে এসে মাটি কাটায় বাধাদান করি।
তখনি এজাহার ভুক্ত আসামীরা সহ অজ্ঞাত আসামিরা হুমকি দিয়ে বলেছেন ভবন নির্মাণ করতে হলে২০ লাখ টাকা চাঁদা দিতে হবে।
নিদিষ্ট সময়ে চাঁদা না দিলে আমার বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে- হত্যা করে লাশ গুম করবে।
আরমান চৌধুরী পরের দিন কর্মস্থল ঢাকায় চলে গেলে ওইদিন রাতে আসামীরা মামলার স্বাক্ষীদের সামনে দ্বিতীয় ঘটনায় আরমান চৌধুরীর ভবন নির্মাণ সামগ্রী রড,,সিমেন্ট, ইট সহ প্রায় ১লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
এ বিষয় মামলা করলে কিংবা কেউ স্বাক্ষী দিলে তাদের কে হত্যা করার হুমকি দিয়েছেন।
মেম্বার ইয়াসিন আরাফাত ওয়াসিম জানান বাদীর অনুরোধে তার জমির পাশদিয়ে একটা নতুন রাস্তা করেছি জনগণের স্বার্থে। বাদী নির্মাণাধীন সড়কটি নিজে একা ভোগ করতে না পেরে আমার বিরুদ্ধে মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ -ওসি- মোহাম্মদ সোলাইমান বলেছেন মামলা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।