মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে ৬০০ গ্রাম গাঁজ ও ১০০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার -৪ সেপ্টেম্বর- সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মৃত সাহেব আলীর ছেলে মোঃ আব্দুস কুদ্দুস -৪০- ও নুর আলম হাওলাদারের ছেলে মো. নাছির হওলাদার -২৩-।
আটককৃতদের রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসির হাওলাদারকে ১ বছর ও আঃ কুদ্দুসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭০০০ টাকা জরিমানা- অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে তল্লাশি চালিয়ে মাদক পাওয়া যায়। এরপর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদন্ড দেওয়া হয়েছে।