মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
জেলা ফরিদপুরের বাস মালিক সমিতির সাথে সিএনজি চালকদের দ্বন্দ্বে বাস ও সিএনজি বন্ধ রয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ফরিদপুর শহর থেকে নগরকান্দা সিএনজি চালক নাজমুল-২৫- কে মারপিট করায় নগরকান্দা – ভাংগা- সদরপুর সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় সিএনজি চালকগন।
যার কারনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। সিএনজি চালক নাজমুল কে মারপিট করায় সন্ধ্যায় নগরকান্দা উপজেলা সিএনজি চালক সমিতির সদস্যরা ন্যায় বিচার সহ বিভিন্ন দাবী তুলে ধরে।
সিএনজি চালকদের পক্ষে ছাত্র সমন্বয়ক জনি বিশ্বাস ও বক্তব্য রাখেন।
নগরকান্দা সিএনজি চালক সমিতির মতিউর শেখ জসিম- বিল্লাল মুন্সিসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিল্লাল মুন্সি বলেন, ফরিদপুর বাস মালিক সমিতির অত্যাচারে জিম্মি অবস্থায় সিএনজি চালকগন।
ফরিদপুর গেলে তারা আমাদের চালকদের মারপিট করে। এ ছাড়া বাস মালিক সমিতির কারনে আমাদের সিএনজি – মাহেন্দ্র সহ ছোট গাড়ীগুলোর রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হয় না।রাস্তায় চলাচলের অনুমতি সহ বাস মালিক সমিতির অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বলে দাবি জানায়।
আন্দলোনকারীরা বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বজলু বলেন- সিএনজি – মাহেন্দ্র গাড়ি গুলো অবৈধ সে গুলো রাস্তায় চলবেনা আমরা চলতে দিবনা।সিএনজি চালক কে মারপিটের বিষয় এড়িয়ে যান। আহত সিএনজি চালক নাজমুল নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে।