
শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুর উপজেলার ২২ নং মুলামের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ পারভিনের নামে স্থানীয় কুচক্রি মহলের অভিযোগের বিরুদ্ধে বিদ্যালয় চত্তরে মানববন্ধন করেছেন ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, সাবেক ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। ২৩ অক্টোবর বুধবার বিকেল সারে ৪ টায়
বিদ্যালয় চত্তরে এই মানব বন্ধন অনুষ্ঠিত
হয়।
আমাদের সিনিয়র ষ্টাফ রিপোর্টার শিমুল তালুকদার সোনালী মিডিয়াকে জানান-
বুধবার বিকেলে স্কুল প্রাঙ্গনে মানব বন্ধনে উপস্থিত ছিলেন ঐ স্কুলের ছাত্র ছাত্রী- অভিভাবক- ম্যানেজিং কমিটি- বিদ্যালয়ের সকল শিক্ষিকা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে প্রধান শিক্ষকা মমতাজ পারভিন বলেন, আমি দীর্ঘদিন যাবত সুনামের সাথে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। তবে এলাকার কিছু কুচক্রি মহল তাদের উৎপাদিত বিভিন্ন ফসল- গবাদি পশু রাখার জন্য বিদ্যালয়ের মাঠ ও ভবন ব্যবহার করে আসছিলেন। এতে করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রিদের পড়াশোনা এবং খেলাধুলার বিঘ্ন ঘটে। আমি তাদেরকে নিশেধ করলে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে অহেতুক আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। অভিযোগ কারীর মধ্যে সালমা বেগমের সম্পর্কে প্রধান শিক্ষিকা মমতাজ পারভিন বলেন- আমার বিরুদ্ধে সালমা বেগম যে অর্থ আত্বসাত করার অভিযোগ করেছেন এক সময়ে
তিনি এই বিদ্যালয়ে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সে বিদ্যালয়ের উন্নয়ন কাজের রেজুলেশনে স্বাক্ষর করা সহ সকল উন্নয়ন কাজের দেখাশোনাও করেছেন। আবার আমার বিরুদ্ধেই অর্থ আত্বসাত করার অভিযোগ করছেন।
এ ছাড়াও বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটিতে সদস্য হতে না পেরেও অনেকে আমার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। আনিত সকল অভিযোগ অস্বিকার করে তিনি আরো বলেন, এই বিদ্যালয়ে উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ আসে সেই কাজে ম্যানেজিং কমিটি, উপজেলা চেয়ারম্যান-শিক্ষা অফিসার- সহকারী শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টরা নিয়মিত ভাবে সেই উন্নয়ন কাজের মনিটরিং করেন। তাই এখানে অর্থ আত্বসাত করার কোন রকম সুযোগ নেই।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি মোঃ জুলহাস মিয়া- সদস্য মোতালেব মিয়া-অভিভাবক স্মৃতি বেগম সহ অনেকে। উপস্তিত সকলেই প্রধান শিক্ষিকা মমতাজ পারভিনের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন- এবং স্কুলের উন্নতির স্বার্থে মমতাজ পারভিন কে এই বিদ্যালয়ে রাখার জন্য জোর দাবী জানান