মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি শুরুর সময় পুলিশের বাঁধার মুখে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের -জাবি- শিক্ষার্থীরা। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার -১১ জুলাই- সরেজমিনে দেখা যায়- দুপুর দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে এসে পুলিশের বাঁধার মুখোমুখি হলেও ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেছে তারা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ আহ্বায়ক আরিফ সোহেল বলেন- পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের অবরোধ কর্মসূচি চলবে। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা আমাদের কর্মসূচি চলমান রাখব। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করবেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার -ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক- উত্তর বিভাগ- মো. আব্দুল্লাহিল কাফী বলেন- গত কয়েকদিনের টানা অবরোধে উত্তরবঙ্গগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে। আদালতের পক্ষ থেকে তাদের কাছে এক মাসের সময় চাওয়া হয়েছে।
তিনি বলেন- আমরা আশা করি আদালতের প্রতি সম্মান রেখে তারা তাদের অবরোধ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবেন। শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে পারেন।