
পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে উপজেলার গাগড়াখালি গ্রাম থেকে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল -ফাঁস জাল- জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার -২৪অক্টোবর-পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার -ভূমি- রিফাতুল হক।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ণ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক ভ্রাম্যমান আদালতে অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার -২৩অক্টোবর- রাত ১০টার দিকে প্রশাসন জানতে পারে সাঁথিয়া পৌরসভার গাগড়াখালি মহল্লায় একটি পিকাপভ্যানে নিষিদ্ধ কারেন্ট জাল বিভিন্ন দোকানে ও মৎস্যজীবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সময় সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার -ভূমি- ও উপজেলা মৎস্য কর্মকর্তা -অতিরিক্ত দায়িত্ব- নাসির উদ্দিন অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ৭০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।
এ সময় পিকাপভ্যানের মালিক আলামিন হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার -ভূমি- রিফাতুল হক বলেন-পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬খ এবং ১৫-৪-ধারায় অপরাধীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।