এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছার লস্কর ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়।
শিক্ষক শহিদুজ্জামান ও রাবেয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অভিভাবক আবুল হোসেন- শিক্ষক মনজু আরা খাতুন- লায়লী আখতার- জেসমিন আখতার শিক্ষার্থী আসিফুজ্জামান- রায়হান হোসেন ও হুমায়রা জামান জেরিফা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।