
সি:স্টাফ রিপোর্টার- চট্টগ্রাম ব্যুরো।।
নগরীর দক্ষিণ পতেঙ্গার আলোচিত আওয়ামী লীগ নেতা মধু আলমগীর -৪৮- কে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার -২০ অক্টোবর- গভীর রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলমগীর স্থানীয়ভাবে মধু আলমগীর হিসেবে পরিচিত। সে পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার -ডিসি বন্দর- শাকিলা সুলতানা জানান-গত ৫ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলা- পতেঙ্গা মডেল থানায় অগ্নিসংযোগ- অস্ত্র-গুলি লুটপাট ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মধু আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া ও মধু আলমগীরের বিরুদ্ধে নগরীর বন্দরটিলাস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিশাল অঙ্কের অর্থ ঋণ খেলাপীর অভিযোগ ও রয়েছে। যা বিগত জাতীয় নির্বাচনের পূর্বে পরিশোধ করার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে সে বিগত কাউন্সিলর নির্বাচন পর থেকে চট্টগ্রাম -১১ এর সাবেক সাংসদ এম এ লতিফ অনুসারী হিসেবে পরিচিত।
এদিকে পতেঙ্গা মডেল থানার অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি :মোঃ নুরউদ্দিন -৩০ -কে মুসলিমাবাদ এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সিআর- ১৩৪/১৬, ধারা- ৪০৮ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ২ বছরের কারাদণ্ডাদেশ আদেশ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
উভয় আসমীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানায়।