পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোনা-প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে নৌকাডুবির ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেখা আক্তারের পরিবারের শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানিয়েছেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
আজ মঙ্গলবার বিকেলে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রেখা আক্তারের বাড়িতে গিয়ে তার পিতা মহরম আলী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় সংসদ সদস্য গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে আলাপকালে সংসদ সদস্য রুহী বলেন- একজনের দু:সময়ে আমরা সকলে ভালোবাসা ও মমত্ব দিয়ে যদি তার পাশে দাঁড়াই তাহলে ইহকাল ও পরকাল সব আমরা পাবো। এটা আমাদের ঈমানী দায়িত্ব। আমি ঘটনার খবর পাওয়া মাত্রই ইউএনও এবং দলীয় নেতাকর্মীদের বলেছি দ্রুত ঘটনাস্থলে যেতে এবং উদ্ধার তৎপরতা তদারকি করতে।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক- পৌর মেয়র আব্দুস ছালাম- বিরিশিরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু- সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদ খান,চন্ডিগড় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আলম সরকার- আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ পলাশ- হাবিবুর রহমান হাবিব -মাসুদ সরকার সহ অনেকে।
দুর্গাপুরের কেরনখলা খালিশাপাড়া ফেরিঘাট এলাকায় গত ৪ জুলাই,বৃহস্পতিবার ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন রেখা আক্তার। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিবিড় উদ্ধার তৎপরতা চালিয়েও তার খোঁজ পায়নি।
পরবর্তীতে ৬ জুলাই- শনিবার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি খালে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।