
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাবতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনয় হত্যাকারীদের বিচারের দাবীতে শিক্ষার্থী- শিক্ষক- এলাকাবাসী মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেলাব পাইলট মর্ডাণ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধনে নিহত শিক্ষার্থীর পরিবার, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন- বেলাব পাইলট মর্ডাণ সরকারী মডেল হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী অনয় কে ১৪ জানুয়ারী অপহরণ করে দূর্বৃত্তরা। পরে তাকে মুক্তি দিতে অনয়ের বাবার মুঠোফেনে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা । দুই দফায় এক লক্ষ টাকা পরিশেধ করলেও অপহরণকারীরা তাকে ফেরত দেয়নি। অপহরণের পাঁচদিন ১৯ জানুয়ারি উপজেলা দিঘলীকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদী থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু পুলিশ এই অপহরণ ও হত্যাকান্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি। তাই দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে এলাকাবাসী।