
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা দোহাজারীপৌরসভা হাজারি শপিং সেন্টারের পাশে হাজারীগুলি সংলগ্ন মার্কেটে রবিবার ভোর আনুমানিক চারটায় সময় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় ছয়টি দোকান।
আগুনের ভয়াবহতা দেখে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।চন্দনাইশ, সাতকানিয়া, পুটিয়ার তিনটি ইউনিট এসে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ইতিমধ্যে দোকানে থাকা অন্তত দুই কোটি টাকার মালামাল সহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে জানা যায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।ক্রমাগত আগুন ছড়িয়ে পড়লে চারদিকে আগুনের ভয়াবহতা রূপ নেয়।পুড়ে ছাই হওয়া দোকানগুলোর মধ্যে দোহাজারী পানাহার রেস্তোরাঁ,দুইটি খাবারের দোকান,মুদির দোকানসহ অন্যান্য দোকানপাট ছিল।