
তিতাস- কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ছেলের হাতে মা খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাতানী ইউনিয়নের কালীরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মঞ্জুরা বেগম খুনের ঘটনায় জড়িত ছেলে নবীর হোসেন ও তার স্ত্রী রোমাসহ সকল মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।এরআগে সাতানী ইউনিয়নের কালীর বাজার ইউনিয়ন কারিগরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মঞ্জুরা বেগমের হত্যাকান্ডে জড়িত নবীর হোসেন ও তার স্ত্রী রোমাসহ সকল মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কালীরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।পরে বাতাকান্দি- মোহনপুর সড়কের কালীর বাজার নামক স্থানের সড়ক অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী।
এতে নিহতের স্বামী শান্তি মিয়া কান্না জড়িত কন্ঠে স্ত্রী হত্যার বিচার দাবি করে বলেন- আমার স্ত্রীকে আমার চোখের সামনে চেয়ার দিয়ে পিটিয়ে আঘাত করে মেরে ফেলছে ওই প্রাষন্ড ছেলে নবীর হোসেন।সে ও তার স্ত্রী এর আগেও কয়েকবার আমার স্ত্রীকে অত্যাচার ও মারধর করেছে।এঘটনায় কয়েক বার বিচার সালিশীর মাধ্যমে বিচার করে দিয়েছেন এলাকার সাহেব-সর্দাররা।তার পরেও তারা পরিবর্তন হয়নি।আমি আমার স্ত্রী হত্যার সঠিক বিচার চাই।এসময় নিহত মঞ্জুরা বেগমের মেয়ে আছিয়া খাতুনও তার মায়ের হত্যাকান্ডে জড়িত নবীর হোসেন ও তার স্ত্রী রোমাসহ সকল মদদদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেছেন।আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছিদ্দিকুর রহমান- শাহাদাত হোসেন- নাছির ভূইয়া- মোশাররফ হোসেন- লুৎফর রহমান- শহিদুল্লাহ প্রমুখ।