তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে রিয়া আক্তার -১৭- নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকাল নয়টায় উপজেলার বাতাকান্দি বাজার এনি ম্যানশনের ৩য় তলার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে তিতাস থানা পুলিশ।রিয়া হোমনা উপজেলার মহিষমারী গ্রামের মাছ ব্যবসায়ী জাবেদ মিয়ার মেয়ে।নিহতের বাবা জাবেদ জানান- বুধবার সকাল ৯-২০ মি: আমার কাছে ফোন আসে রিয়া রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে।আমি দৌড়ে গিয়ে দেখি লোকজন ভিড় জমিয়েছে। ঢুকে দেখি ওই ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে তার লাশ ঝুলানো।এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ- বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করা হবে।