তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের জাগ্রত একতা সংঘে’র উদ্যোগে ফ্রিজ-কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল- প্রতিযোগিতায় ফুটবল”এই স্লোগানে জাগ্রত একতা সংঘের আয়োজনে গত শুক্রবার বিকেলে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রিজ-কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা জেলা একাদশ বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশ।খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশকে ৬ গোলে পরাজিত করে বিজয় লাভ করে কুমিল্লা জেলা একাদশ।
জাগ্রত একতা সংঘে’র আয়োজিত খেলায় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে দেখা গেছে।জাগ্রত একতা সংঘে’র সভাপতি ও উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন- তিতাস থানার এস আই ওবায়দুল হক- উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ সিকদার- সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তবিল- জগতপুর সাধানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু- বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মেসার্স লামিসা কালেকশনের স্বত্তাধিকারী মো.বাবুল আহমেদ- হানু মেম্বার- শান্তি মেম্বার- জার্মান প্রবাসী মোহাম্মদ খোকন মিয়া- সাবেক মেম্বার হক মিয়া- জাগ্রত একতা সংঘে’র সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, উপদেষ্টা মতিন মুন্সি- আসলাম ভূঁইয়া- চিত্তরঞ্জন বিশ্বাস- হাজী মোখলেসুর রহমান- আব্দুল হক মেম্বার- আব্দুস সাত্তার প্রধান- সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডেন্টিস্ট মো.জসিম উদ্দিন- সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সরকার জুয়েল ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সায়েম সরকার প্রমূখ।
জাগ্রত একতা সংঘে’র সাধারণ সম্পাদক ও জগতপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. ওমর ফারুকের পরিচালনায় খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় পক্ষের খেলোয়াড় ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমী দর্শকবৃন্দরা উপস্থিত ছিলেন।পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের প্রধান বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লামিসা কালেকশনের স্বত্তাধিকারী মো.বাবুল আহমেদের হাতে বড় ফ্রিজ এবং দ্বিতীয় স্থান অর্জনকারীদের পক্ষে তিতাস থানার এস আই ওবায়দুল হকের হাতে রানার্সআপ ছোট ফ্রিজ তুলে দেন।জনপ্রিয় ধারাভাষ্যকার মো.মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মো.আমির হোসেন।