মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার -১৭ আগস্ট- দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪- সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার মো. মোজ্জামেল হক ওরফে ইকবাল -৪৮- এবং একই জেলার মতুর্জা আক্তার রুমা -৩৭- ।
র্যাব জানায়- শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-৪- সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে- গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার- ধামরাই- আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।